• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লেবাননে বিমান হামলার শঙ্কা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪
লেবাননে বিমান হামলার শঙ্কা

বাংলাদেশিদের নিরাপদ
স্থানে যাওয়ার আহ্বান

ওয়াল নিউজ ডেস্ক


লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলার আশঙ্কার কথা জানিয়ে এসব এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করেছে দূতাবাস। রবিবার দিবাগত রাতে এক জরুরি বার্তায় এই পরামর্শ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ (রবিবার) রাতে বৈরুতের দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় সকলকে অতিসত্বর দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকা ছেড়ে অন্যত্র তুলনামূলক নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।