• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের আল্টিমেটাম : পদত্যাগ করলেন শাবির ডিন অধ্যাপক মাজহার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪
শিক্ষার্থীদের আল্টিমেটাম : পদত্যাগ করলেন শাবির ডিন অধ্যাপক মাজহার

ওয়াল নিউজ ডেস্ক


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক এবং স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার পদত্যাগ করেছেন।
সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে ড. মাজহারুল হাসান বলেন, আমি নিম্নে স্বাক্ষরকারী (মাজহারুল হাসান মজুমদার) ব্যক্তিগত কারণে ৭ অক্টোবর স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন থেকে পদত্যাগ করলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
এর আগে ১৬ আগষ্ট নানা অনিয়মের অভিযোগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ না করা এবং আন্দোলনের সময় নিরবতার অভিযোগ এনে তাকে পদত্যাগ করার জন্য বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। এরপর ২০ আগষ্ট অধ্যাপক মাজহারুল হাসান মজুমদার লিখিত বিবৃতিতে শিক্ষার্থীদের কাছে সময় চেয়ে বলেন, নতুন উপাচার্য নিয়োগ হলে পদত্যাগপত্র জমা দিতে এক মুহূর্ত দেরি করবো না। এরপর উপাচার্য নিয়োগের ১৫ দিন পেরিয়ে গেলেও পদত্যাগ করেননি তিনি। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে বলেন, যদি তিনি ৩ অক্টোবরের মধ্যে পদত্যাগ না করেন তাহলে উপাচার্য বরাবর সমস্ত অভিযোগের লিখিত দেয়া হবে।
উল্লেখ্য, নিরাপত্তা কর্মীকে দিয়ে ফেনসিডিল সরবরাহ করা, নারী শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা ধার নিয়ে না দেওয়া, টাকার বিনিময়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করাসহ নানা অনিয়ম অপকর্মের অভিযোগ উঠেছে অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারের বিরুদ্ধে।