• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট ও সুনামগঞ্জে ৫৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪
সিলেট ও সুনামগঞ্জে ৫৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

ওয়াল নিউজ ডেস্ক


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল। অভিযানে ভারতীয় কাতান শাড়ী ১৯০ পিস, মহিষ ৫ টি, হেয়ার ওয়েল ৪০৫ পিস, শুকনা সুপারি ১৫০০ কেজি চিনি ৯০০ কেজি, ফেন্সিডিল ৪৭ বোতল, বাংলাদেশী রসুন ১৩৩০ কেজি, শিং মাছ ১৮০ কেজি এবং মোটরসাইকেল ১ টিসহ অন্যান্য মালামাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫৮ লাখ ৮৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।