• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আমরা ক্রিকেটার সাকিবকে দেখতে চাই: সিলেটে ইমরুল কায়েস

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৪
আমরা ক্রিকেটার সাকিবকে দেখতে চাই: সিলেটে ইমরুল কায়েস

নিজস্ব প্রতিবেদক


ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এখন পর্যন্ত এর কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ বিষয়ে বাংলাদেশের আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস মনে করেন, ব্যক্তিগত বা রাজনৈতিক ক্যারিয়ারে সাকিব যাই করুন না কেন একজন বিশ্বমানের ক্রিকেটার হিসেবে সাকিবকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া দরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজদের প্রতিষ্ঠান ‘এমকেএস’ স্পোর্টসের আউটলেট উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

ইমরুল বলেন, সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের সেরা খেলোয়াড়। তার অভাব পূরণের নয়। যেকোন খেলোয়ার দেশের মাটিতে তার শেষটা দেখতে চান। সাকিবও তার ঊর্ধ্বে নন। সাকিব ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনে কী করেছেন সে বিষয়ে আমি কথা বলতে চাই না। একজন খেলোয়াড় হিসেবে সাকিব দেশকে অনেক কিছু দিয়েছেন। সেজন্য তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া দরকার।

একই বিষয়ে গণমাধ্যমকে তাঁর মতামত দিয়েছেন সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার রাজিনের মতে, সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। সাকিবের বিকল্প সাকিবই। তার জায়গা কেউ দখল করতে পারবে না। তবে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার যে ইচ্ছ তা পূরণের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এর আগে, সিলেটের জিন্দাবাজারের একটি শপিং মলে উদ্বোধন করা হয় ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজদের ক্রিকেট সামগ্রীর প্রতিষ্ঠান ‘এমকেএস’ স্পোর্টসের আউটলেট। এতে উপস্থিত ছিলেন, ইমরুল কায়েস, রাজিন সালেহসহ স্থানীয় খেলাপ্রেমী।

ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আচমকা টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি এই সংস্করণের শেষ ম্যাচ খেলেছেন বলে জানান। আর টেস্ট থেকে বিদায় নিতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে। সেজন্য তিনি নিরাপত্তা নিশ্চিত করাসহ কিছু শর্ত দিয়েছেন। এখন পর্যন্ত সেই শর্ত পূরণের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে কানপুর টেস্টকেই সম্ভাব্য শেষ লাল বলের ম্যাচ মনে করা হচ্ছে সাকিবের।