• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নিখোঁজের ১৫ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক


মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের ১৫ ঘন্টা পর আরাফাত সানি (৭) নামে এক শিশুর লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। আরাফাত উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। সোমবার সকালে এই লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয় হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী আরাফাত ইউনিয়নের হরিরামপুর গ্রামে মায়ের সাথে ভাড়া বাসায় থাকতো।
আরাফাতের মামা বদরুল আলম জানান, রবিবার বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বাসার পাশেই একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, শিশুটি কিছু মানসিক অসুস্থ ছিল। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দাফন করা হয়েছে।