• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুক গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪
সিলেট স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুক গ্রেপ্তার

ওয়াল নিউজ ডেস্ক


নাশকতার মামলার আসামি সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার রাতে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।
গোলাম কিবরিয়া মাসুক সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর ওয়ার্ডের বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।
র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।