• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সহজে সুইডেন যাওয়ার সুযোগ

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪
সহজে সুইডেন যাওয়ার সুযোগ

ইউরোপের দেশ সুইডেন।

ওয়াল নিউজ ডেস্ক


সুইডেন অ্যাম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে বাংলাদেশিদের জন্য। যেখানে ইন্টারভিউ ও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। কোনো দালাল বা তৃতীয় কোনো মাধ্যম ছাড়া নিজেই আবেদন করলে খরচও কমে আসবে কয়েকগুন।
সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে আরো ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। দেশগুলো হলো- ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই আটটি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া সহজীকরণ:
নতুন সুবিধা হলো ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে।
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো-
১. পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
২. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
৩. বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
৪. ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
৫. ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
৬. ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
৭. কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
ভ্রমণ ইতিহাস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, ইনভাইটেশন দিয়ে ভিসা করাতে পারবেন।
সময়সীমা: সুইডেন অ্যাম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই প্রক্রিয়ার সময়সীমা কম লাগবে।