• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জে দু’পক্ষে সংঘর্ষের আশঙ্কা

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪

১৪৪ ধারা জারি

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মিলাদুননব্বী ও সিরাতুননব্বী উদযাপন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দু’পক্ষ। এতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষের আশংকা দেখা দেয়। এরই পেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে রেলওয়ে পার্কিং এলাকায় ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেন।
জানা যায়, সিরাতুননব্বী উদযাপন করতে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ ২৮ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় ইসলামিক সমাবেশের আয়োজন করে। অপরদিকে একই দিনে একই সময়ে ঈদে মিলাদুননব্বী উদযাপন করতে ইসলামিক সমাবেশের আয়োজন করে দক্ষিন হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ। একই দিনে একই স্থানে দুই দলের সমাবেশ কে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সংঘর্ষের আশংকা তৈরি হয়।
উভয়পক্ষই অনড় অবস্তান নেয় যে কোন মুল্যে তারা তাদের সমাবেশ করবেই। অবস্তা বেগতিক দেখে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা রেলওয়ে পাকিং এলাকায় ২৬ সেপ্টেম্বর দুপুর থেকে ২৯ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেন। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ২৮ সেপ্টেম্বর উভয়পক্ষই সমাবেশ করতে অনড়। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্কিং এরিয়ায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।