• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে শিশু নিখোঁজ, পরদিন নদী থেকে লাশ উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪
জগন্নাথপুরে শিশু নিখোঁজ, পরদিন নদী থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের পরদিন বাড়ির পাশের নদী থেকে মারজান (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের ডাউক নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

মারজান তেলিকোনা গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার মারজানের মা-বাবা তাকে বাড়িতে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক আত্মীয়কে দেখতে যান। বাড়ি ফিরে শিশুকে আর খুঁজে পাননি তাঁরা। পরে রাতে তার বাবা জগন্নাথপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। গতকাল সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডাউক নদীতে ওই শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার মাহমুদ তোরণ বলেন, ‘কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’