• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিসিকের অভিযান, ফুটপাতের দোকানের মালামাল জব্দ

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট মহানগরের ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে আবারও অভিযান শুরু করেছে সিসিক। মঙ্গলবার সকাল থেকে মহানগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিসিক। দিনভর এই অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান।
সিসিক সূত্র জানায়, মহানগরে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টি করা কিছু ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হয়। তবে কাউকে জরিমানা করা হয়নি। সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা।