• ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে প্রাইভেট কার ভর্তি চিনি জব্দ

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪
জৈন্তাপুরে প্রাইভেট কার ভর্তি চিনি জব্দ

ওয়াল নিউজ ডেস্ক
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে প্রাইভেট কার ভর্তি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে উক্তো ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিরাইমারা এলাকা সংলগ্ন সিলেট তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে ও এ এস আই সুমন মিয়া সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সাদা রংয়ের একটি প্রাইভেট কার (রেজি নং – ঢাকা মেট্রো -ক – ০৪-০১৬৮) জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা চালক ও চোরাকারবারী পালিয়ে যায়। পুলিশ এ সময় গাড়ি থেকে ১২ বস্তা ভারতীয় চিনি জব্দ করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।