ওয়াল নিউজ ডেস্ক
কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে পর্যবেক্ষণের পর সাকিবের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার।
চেন্নাইয়ে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ভারতের পেসার জসপ্রিত বুমরাহর বলে আঙুলে চোট পান সাকিব। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসাও নেন তিনি। কিন্তু পরবর্তীতে ব্যাটিং বা বোলিংয়ে সাচ্ছন্দ্যবোধ করেননি সাকিব। তাই দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু পর্যবেক্ষণের পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হান্নান।
আজ চেন্নাইয়ে সাংবাদিকদের হান্নান বলেন, ‘আমরা আগামীকাল কানপুরে যাচ্ছি এবং আজ ছুটির দিন। এরপর আমাদের দু’টি সেশন হবে এবং তারপর দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে আমরা সিদ্ধান্ত নিবো।’
তিনি আরো বলেন, ‘এই দুই দিন সাকিবকে পর্যবেক্ষণে রাখবে ফিজিও। আমরা যখন মাঠে ফিরবো তখন ফিজিওদের কাছ থেকে মতামত পাব। পরের ম্যাচের জন্য সাকিবকে নিশ্চিত করার জন্য আমাদের ভাবতে হবে। পরের ম্যাচের আগে আমাদের হাতে সময় আছে। আমরা দেখবো সে কি অবস্থায় আছে।’
আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। প্রথম টেস্ট ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।