• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শপথ নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
শপথ নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে

আন্তর্জাতিক ডেস্ক


শ্রীলঙ্কার নব-নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে শপথ গ্রহণ করেছেন। সোমবার কলম্বোতে রাষ্ট্রীয় এক টেলিভিশনে তা দেখা গেছে। কলম্বো থেকে আজ এএফপি এ খবর জানিয়েছে।

২০২২ সালে দ্বীপ দেশটিতে মারাত্মক অর্থনৈতিক সঙ্কট দেখা দিলে ব্যাপক গণ বিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসের দেশ ছেড়ে পালিয়ে গেলে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে এক সময়ের প্রান্তিক বামপন্থী মার্কসবাদী পার্টির নেতা দিশানায়েকে বিভিন্ন রাজনৈতিক দলের ৩৮ জন প্রার্থীকে পরাজিত করে জয়ী হন।