• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ৪০০ হামলা

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ৪০০ হামলা

ওয়াল নিউজ ডেস্ক


লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার এমন দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবিলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।
এছাড়া লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমেও বলা হয়, শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। এর আগে শুক্রবার ইসরায়েলের সীমান্ত এলাকায় একশর বেশি রকেট হামলা চালায় হিজবুল্লাহ।
এদিকে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা তীব্র আকার ধারণ করার কারণেই মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।