• ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কানাইঘাট বিজিবি ক্যাম্পের হামলা

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪

৪৫ দিন পর দায়ের হলো মামলা

ওয়ালি নিউজ ডেস্ক


৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট দুষ্কৃতিকারী ও চোরকারবারীরা সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সুরইঘাট বিজিবি ক্যাম্পের মালামাল লুটপাট, ভাঙচুর ও হামলার ৪৫ দিন পর কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার কানাইঘাটে বিজিবি ক্যাম্পের সুবেদার মো. গোলাম কবির বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরো ৩/৪শ’ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিশেষ ক্ষমতা আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় এ মামলা দায়ের করেন।
মামলায় আসামী করা হয়েছে স্থানীয় বড়বন্দ ৩য় খন্ড গ্রামের আব্দুল ছামাদের ছেলে মো. আলম মিয়া, বড়বন্দ ১ম খন্ড গ্রামের হাসিম আলীর ছেলে হেলাল উদ্দিন, নিজচাউরা (বড়কান্দি) গ্রামের নিজাম উদ্দিনের ছেলে সুফিয়ান রশিদ পাপ্পু, বাদশা বাজারের আব্দুল মান্নানের ছেলে আবুল বাসার, বড়বন্দ ২য় খন্ড গ্রামের নছির আলীর ছেলে ফয়সাল আহমেদ, বড়বন্দ ৪র্থ খন্ড গ্রামের তোছাদ্দর আলীর ছেলে তুয়ায়িব আলী, বুটিরগুল গ্রামের মোখলেছুর রহমান মখই’র ছেলে খাজুইরাহেল, বড়বন্দ ১ম খন্ড গ্রামের আব্দুল্লাহর ছেলে দেলোয়ার হোসেন, বড়বন্দ ২য় খন্ড গ্রামের আনিছুর হকের ছেলে আজির আহমেদ, সোনাতনপুঞ্জি গ্রামের আলাই মিয়ার ছেলে রুহুল মিয়া (মসা), কালিনগর গ্রামের কুটি মিয়ার ছেলে হোসেন আহম্মেদ, বড়বন্দ ১ম খন্ড গ্রামের মালাই মিয়ার ছেলে মামুন মিয়া, বড়বন্দ ৩য় খন্ড গ্রামের কবির মিয়ার ছেলে রুবেল হোসেন, কালিনগর গ্রামের ফকির আলীর ছেলে হারিস আহমেদ ও সিংগারখাল গ্রামের আব্দুল্লাহর ছেলে কাবিল আহমেদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এই সুযোগে স্থানীয় ৩/৪’শ দুষ্কৃতিকারী ও চোরাকারবারীরা ৬ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে সুরইঘাট বিজিবি ক্যাম্পের গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা বিজিবির হাতে জব্দকৃত ক্যাম্পে রাখা ভারতীয় চিনি, চা-পাতা, শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি ইত্যাদি অবৈধ মালামাল এবং উক্ত মালামাল বহনে ব্যবহৃত বিভিন্ন ধরনের জব্দকৃত গাড়ি ও বিজিবি সদস্যদের বিভিন্ন দ্রব্যসামগ্রী লুটপাট করে ১ কোটি ১২ লক্ষ ৬৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়। বিজিবি সদস্যরা হামলাকারীদের বাধা প্রদান করলে হামলাকারীরা বিজিবি সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে বিজিবি ক্যাম্পের কর্মরত অনেকে আহত হন। এছাড়া হামলাকারীরা বিজিবি ক্যাম্পের দরজা-জানালা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করিয়া সরকারি সম্পত্তির বিপুল ক্ষতি করে।
থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সুরইঘাট বিজিবি ক্যাম্পে লুটপাট ও হামলার ঘটনায় থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলবে।
মামলার বাদী সুরইঘাট বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম কবির জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্যাম্পে সংঘটিত ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে।