• ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

একই দিনে সিলেটের ৫ থানার ওসি বদলি

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪
একই দিনে সিলেটের ৫ থানার ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক


এবার সিলেটের ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একই দিনে বদলি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহম্মদ মাহবুবুর রহমান সাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলি করা হয়।

গত ৩০ আগস্ট সিলেটের নবাগত পুলিশ সুপার হিসেবে মোহম্মদ মাহবুবুর রহমান যোগদান করেন। তার যোগদানের ২২ দিনের মাথায় এক সঙ্গে ৫ থানার (ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও বিশ্বনাথ) ওসিকে বদলি করা হলো।

বদলিকৃতদের সিলেট জেলা পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন- ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, বিয়ানীবাজারের ওসি অকিল উদ্দিন আহম্মদ, জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান ও বিশ্বনাথ থানার রমাপ্রসাদ চক্রবর্তী ।

বদলি করা ওসিদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।