• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক

হবিগঞ্জের লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হল নোয়াগাও গ্রামের সোহাগ মিয়ার শিশু কন্যা সুষি আক্তার (৫) ও তার বোনের মেয়ে বর্ষা আক্তার (৪)।
স্থানীয়রা জানান, সুষি ও বর্ষা নামে ওই দুই শিশু সকলের অগোচরে বর্ষার পানিতে বাড়িরের পাশে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে তলিয়ে যায়। পরে বিষয়টি আঁচ করতে পেরে অনেক খোঁজাখুঁজির পরেও স্থানীয় লোকজন তাদের সন্ধান পাননি। এক পর্যায়ে মরদেহ ভেসে উঠলে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্যকমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল আহসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয়েছে।