• ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হাসপাতাল থেকে গুলশানের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪
হাসপাতাল থেকে গুলশানের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

ওয়াল নিউজ ডেস্ক


রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত এক সপ্তাহ আগে ১১ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়াকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছিলেন বিএনপির চেয়ারপারসন।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। ২৩ জুন তার সফল অস্ত্রোপচার হয়।