• ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নদীতে আগ্নেয়াস্ত্র

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪
নদীতে আগ্নেয়াস্ত্র

ওয়াল নিউজ ডেস্ক

সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের আওতাধীন সিলেটের দক্ষিণ সুরমার দরিয়া শাহ মাজার এলাকায় সুরমা নদীতে গোসল করতে গিয়ে এক ব্যক্তি পেয়েছেন একটি আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
পরে দক্ষিণ সুরমা থানাপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন।
তিনি বলেন- মঙ্গলবার বিকালে দিকে এক ব্যক্তি দরিয়া শাহ মাজার এলাকায় সুরমা নদীতে গোসল করতে নামলে অস্ত্রটি পায়ে ঠেকে। পরে পানির উপরে তুলে দেখে- একটি অস্ত্র। পরে স্থানীয় মুরুব্বিদের খবর দেয় ওই ব্যক্তি। তাদের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করি।
ওসি বলেন- অস্ত্রটি একটি শটগান। আমরা রেকর্ড চেক করে জানতে পারি, এটি জেলা ডিবি পুলিশের। পরে সেটি আমরা তাদের কাছে হস্তান্তর করেছি।