• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাবেক এমপির কবর ভাঙচুর

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪
সাবেক এমপির কবর ভাঙচুর

ওয়াল নিউজ ডেস্ক


জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের কবর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী আহমদুল্লাহ খানবাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং কবরের ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা আসার আগেই তারা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা বলেন, ‘তিনবারের নির্বাচিত সংসদ সদস্যর কবরে দুর্বৃত্তদের হামলা, এটা খুবই দুঃখজনক। আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।’ বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনের পর হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি।’
২০১৯ সালের ৭ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন বাদল। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও তার ভূমিকা ছিল।