• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাবিতে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ নিষিদ্ধ

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪
শাবিতে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ নিষিদ্ধ

ওয়াল নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সকল ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোন স্থানে ব্যক্তি বা সামষ্টিক উদ্যোগে কোন স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ কাজ প্রশাসনের অনুমতি ব্যতীত করা যাবে না। উল্লিখিত বিষয় লঙ্ঘিত হলে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে শাবি উপাচার্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ প্রদানের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।