
ওয়াল নিউজ ডেস্ক
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্তে টানাপোড়েন তুঙ্গে দুই দেশের সম্পর্কে। দুদেশের সম্পর্ক যখন প্রায় ভাঙনের মুখে তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি বলেছেন, ‘ভারতকে চীনের মতো প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত নয়। ’
বুধবার (২০ আগস্ট) প্রকাশিত নিউজউইকের একটি উপ-সম্পাদকীয়তে নিকি হ্যালি আরও লিখেছেন, ‘ট্রাম্প প্রশাসনের শুল্ক বা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন ভূমিকার বিষয়গুলো বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্রের মধ্যে বিভেদ তৈরি করা উচিত নয়। ’
গত কয়েক সপ্তাহে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তাপ বহুগুণ বেড়েছে। রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে আবার ভারতীয় পণ্যের ওপর সমান শুল্ক আরোপ করা হয়েছিল। অন্যদিকে, ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুল্ক নিয়ে এখনো আলোচনা চলছে।
ভারত-পাকিস্তান ‘পরমাণু যুদ্ধ’ থামানোর যে দাবি ডোনাল্ড ট্রাম্প বারবার করে আসছেন সেটাকেও গুরুত্ব দেয়নি নয়াদিল্লি। বরং স্পষ্টত বলা হয়েছে, দুই দেশের সংঘাত রোধে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের ভাষণে এই বার্তা দিয়েছিলেন।
এই প্রেক্ষিতেই হ্যালি লেখেন, ‘ভারতকে মূল্যবান মুক্ত ও গণতান্ত্রিক অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত, এটি চীনের মতো প্রতিদ্বন্দ্বী নয়।’
তিনি লেখেন, ‘ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতির লক্ষ্য অর্জনের জন্য – চীনকে পরাজিত করা এবং শক্তির মাধ্যমে শান্তি অর্জন, মার্কিন-ভারত সম্পর্ককে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চেয়ে কয়েকটি লক্ষ্য অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ।’
ট্রাম্পের রিপাবলিকান সহকর্মী আরও লেখেন, ‘এশিয়ায় চীনা আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে পারে এমন একমাত্র দেশের সঙ্গে ২৫ বছরের সম্পর্কের গতিকে ব্যর্থ করা কৌশলগত বিপর্যয় হবে।’