
ওয়াল নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে গেলে তিন জন নিহত এবং এক জন আহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আজ ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২০ বছর বয়সী রাইসা নামের এক তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত অন্য দুই পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজাদ বলেন, ‘চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িটি রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভোর ৫টা ৫৮ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তিনি আরও জানান, গাড়ির ভেতর থেকে দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় চতুর্থ এক যাত্রীর সঙ্গে অন্য এক জনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।