• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

ক্রিকেটারদের সঙ্গে আজ বসছেন বিসিবি সভাপতি

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫
ক্রিকেটারদের সঙ্গে আজ বসছেন বিসিবি সভাপতি

ওয়াল নিউজ ডেস্ক


আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শাল সোমবার ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটকে (আকু) সহায়তা করবেন।
এদিকে ছুটি শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আজ সকালে একটি পাঁচতারা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন।

সেখানে তিনি ক্রিকেটারদের সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলবেন। অ্যালেক্স মার্শালের সঙ্গেও আজ তার বসার কথা রয়েছে। এর আগে ক্রিকেটারদের কাছে সমস্যাগুলো চিহ্নিত করার জন্য একটি ফরম দেওয়া হয়েছিল বিসিবি থেকে।

সমস্যাগুলো চিহ্নিত করার পর দীর্ঘদিন আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করবেন আমিনুল। ক্রিকেটারদের সমস্যা সমাধানে করণীয় পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি।
তবে নারী ক্রিকেটাররা থাকছেন না বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায়। বিশ্বকাপের প্রস্তুতিতে তারা এখন বিকেএসপিতে।

এদিকে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় ওয়ার্কশপ করবেন অ্যালেক্স মার্শাল।