
ওয়াল নিউজ ডেস্ক
বায়ার্ন মিউনিখ অধ্যায়ের ইতি টেনে সম্প্রতি কানাডার ক্লাব ভ্যানকুভার হোয়াইটক্যাপস এফসিতে যোগ দিয়েছেন ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফরোয়ার্ড থমাস মুলার। দলটি মেজর লিগ সকারে (এমএলএস) খেলায় ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে নিয়মিত দেখা হবে তার।
মার্কিন লিগে প্রথম সাক্ষাতেই হয়তো পুরোনো শত্রু মুলারকে উচিত শিক্ষা দিতে চাইবেন মেসি। নিজের পাশাপাশি বন্ধু নেইমারের হয়েও বদলা নেওয়ার গুরুভার এখন তার কাঁধে! শিশুদের জন্য লেখা নিজের বইয়ে মেসি ও নেইমারকে ব্যঙ্গ করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছেন মুলার। দুই লাতিন মহাতারকার জন্য বিষয়টি হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর মতো!
এ মাসেই প্রকাশিত জার্মান তারকার বইটির নাম ‘থমাস মুলার : মাই হিডেন অবজেকটস বুক’। ১৬ পৃষ্ঠার বইয়ে মুলারের ক্যারিয়ারের স্মরণীয় আট মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে মজার কার্টুনে। ছোটদের বিনোদিত করতে ছবির সঙ্গে মজার ক্যাপশন জুড়ে দিয়েছেন মুলার। তবে তার হাস্যরস হজম করতে পারছেন না মেসি ও নেইমারের ভক্তরা।
মুলারের ক্যারিয়ারের স্মরণীয় আট মুহূর্তের একটি, ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির ৪-০ গোলের জয়। সেবার বিশ্বকাপে পাঁচ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মুলার। ছবিতে দেখা যায়, আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে মাঠে উৎসব করছে জার্মানরা। তাদের মধ্যে মাথা নিচু করে মাঠে বসে আছেন মেসি। গ্যালারিতে বড় পর্দায় টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসাবে লেখা মুলারের নাম।
নেইমারকে ব্যঙ্গ করা ছবিটি ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের। করোনাকালে লিসবনের দর্শকশূন্য ফাইনালে নেইমারের পিএসজিকে বায়ার্ন হারিয়েছিল কিংসলে কোমানের গোলে। ছবিতে সেই গোল ও বায়ার্নের শিরোপা জয়ের উল্লাসের মধ্যে দেখা যায় মাঝ মাঠে বসে কাঁদছেন নেইমার। তাকে নিয়ে যেতে স্ট্রেচার হাতে হাজির চিকিৎসা কর্মীরা।