• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

সাদাপাথরে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫
সাদাপাথরে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া প্রায় ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র‌্যাব-১১।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঢাকার ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট এবং নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে জামায়াতে ইসলামের নেতা মো. রহমতের মালিকানাধীন তাহমিত স্টোনক্সাসার মিলসহ ৭টি পাথর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র‌্যাব। জব্দকৃত পাথরের মধ্যে রয়েছে আস্ত ও ক্রাশড-সবই সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকার।

র‌্যাব-১১-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘চলমান অভিযানের অংশ হিসেবে ডেমরার সারুলিয়া এলাকার সাতটি প্রতিষ্ঠান থেকে আস্ত ও ভাঙা—দুই ধরনের পাথর জব্দ করা হয়েছে।’

তিনি জানান, প্রতিষ্ঠানগুলোর মালিকদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
র‌্যব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি সাদাপাথর এলাকা থেকে আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা মূল্যের প্রায় দুই লাখ ঘনফুট সাদা পাথর এবং প্রায় ২৪০ কোটি টাকা মূল্যের ছয় লাখ ঘনফুট বালু চুরি হয়েছে।

তিনি বলেন, লুট করা পাথর স্থানীয়ভাবে জমা করে পরে ভাঙার জন্য বিভিন্ন মেশিনে পাঠানো হতো।
এরআগে সিলেট ও নারায়গনগঞ্জ থেকে সাদা পাথরের লুট হওয়া পাথর জব্দ করা হয়।