• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’ এগোচ্ছে কোটি পেরিয়ে

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫
দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’ এগোচ্ছে কোটি পেরিয়ে

ওয়াল নিউজ ডেস্ক


দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি ‘ধূমকেতু’ এগোচ্ছে দুর্বার গতিতে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মুভিটি মুক্তির পর প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে।

‘ধূমকেতু’ সিনেমাটি গতকাল রাত ২টা থেকেই শুরু হয়ে গেছে উদযাপন। প্রথম দিনে কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে বক্স অফিস কালেকশন।
গতকাল শুভশ্রী ও দেব দুজনেই একটি ছবি শেয়ার করে সবাইকে জানিয়েছেন— প্রথম দিনেই ২.১০ কোটি রুপি আয় করেছে ‘ধূমকেতু’।

সামাজিক মাধ্যমে শুভশ্রী একটি ছবি শেয়ার করে লিখেছেন, বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন ক্রমাগত বেড়েই চলেছে। আগামী কয়েক দিনেই সিনেমাটি ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েও যেতে পারে। শুভশ্রী ও দেব ছাড়াও এ সিনেমাটি নিয়ে পোস্ট শেয়ার করেছেন দিব্যজ্যোতি ও কৌশিক গাঙ্গুলি।

পরিচালক সিনেমার উন্মাদনা নিয়ে লিখেছেন, ‘সিনেমাপ্রেমী দর্শকদের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে, সারা বাংলাজুড়ে আমাদের সিনেমা নিয়ে এ উন্মাদনা দেখে।’
‘ধূমকেতু’ যে বাংলা সিনেমাতে একটি পরিবর্তন নিয়ে এলো তা বলাই বাহুল্য। ধূমকেতুর সঙ্গে একই দিনে একটি হিন্দি ও দক্ষিণী সিনেমা মুক্তি পেলেও ধূমকেতুর কাছাকাছি আসতে পারেনি কেউ।

এর আগে ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল দেব ও শুভশ্রী জুটির রুপালি পর্দায় রসায়ন। এরপর তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো অসংখ্য সুপারহিট সিনেমা। পরে তাদের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ ঘটে।