• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

বিতর্কের মুখে অর্জুন,কারিনার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের স্মৃতিচারণ;

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫
বিতর্কের মুখে অর্জুন,কারিনার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের স্মৃতিচারণ;

The Wall News.Com


বলিউডের দুই তারকা কারিনা কাপুর খান ও অর্জুন রামপাল। পর্দায় তাদের রসায়ন যে দর্শকের চোখে পড়বেই, তা বলাই বাহুল্য। ২০১২ সালে মধুর ভান্ডারকরের পরিচালনায় ‘হিরোইন’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। যদিও কাহিনিতে নায়ক-নায়িকার মিলন ঘটেনি, তবুও প্রেমঘন দৃশ্যগুলোর রেশ ছিল বহুদিন।’

এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, ‘কারিনার সঙ্গে পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে। এখনও তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে অভিনয় করার স্মৃতি মনে করে চলেছি।’
সেই সিনেমায় কারিনার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন। সেই প্রেমকে পর্দায় ফুটিয়ে তুলতেই পর্দায় বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রাখা হয়েছিল।

অর্জুনের সেই সাক্ষাৎকার ফের চর্চায় উঠে এসেছে। কারিনাকে নিয়ে তার মন্তব্যটিকে ভালোভাবে নেননি দর্শকদের একাংশ। এক রেডিটের এক নেটিজেনের মন্তব্য, ‘অর্জুনের এই মন্তব্য খুবই অদ্ভুত এবং অপেশাদার।’ অন্য একজন লিখেছেন, ‘সেই সময় মনে হয় সকলেই এই ধরনের কথাবার্তা বলতে কোনোরকম দ্বিধাবোধ করতেন না।’ আবার কেউ কেউ মনে করছেন, অভিনেতা আসলে এসব বলতে চাননি।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরোইন’-এ কারিনা কাপুর খান এবং অর্জুন রামপালের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন রণদীপ হুদা, মুগ্ধা গডসে এবং দিব্যা দত্ত-সহ আরও অনেকে। এই ছবির গল্প আবর্তিত হয়েছিল মাহি নামে এক অভিনেত্রীকে ঘিরে। যে তার বিবাহিত প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিধ্বস্ত হয়ে পড়ে। সে হতাশায় ডুবে যায়। এবং শেষ পর্যন্ত তার ক্যারিয়ারও শেষ হয়ে যেতে বসে। তবে মধুরের সব ছবির মতোই এক্ষেত্রেও নায়িকা ফের ঘুরে দাঁড়ায়। শুরু করে নতুন জীবন। কারিনার সেই বিবাহিত প্রেমিকের ভূমিকাতেই দেখা গিয়েছিল অর্জুনকে।