
The Wall News.Com
আজ রোববার গাজার সিভিল ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, উত্তর গাজার একটি সীমান্ত ক্রসিংয়ের কাছে ত্রাণ নিতে জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে ১২ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হন।
তিনি আরও জানান, মধ্য গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া বেসামরিক ব্যক্তিদের ওপর ইসরায়েলি সেনারা হামলা চালালে আরও ছয়জন নিহত এবং ৩০ জন আহত হন।
মাহমুদ বাসালের দেওয়া তথ্য অনুযায়ী, মধ্য গাজায় বিমান হামলায় আরও বহু হতাহত হয়। এছাড়া দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের কাছে ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।