• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

যে কারণে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

The Wall News.Com
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
যে কারণে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

ওয়াল নিউজ ডেস্ক


ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো এককভাবে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বক্তব্যকালে দুই দফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের শীর্ষ এ নেতা।

সেই অবস্থাতেই বক্তব্য শেষ করেন তিনি। পরে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে দেখতে যান বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার। হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

পরে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূসের এ সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এ সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন। ’

জামায়াত আমিরের এ পোস্টের প্রশংসা করেছে নেটিজেনরা।