• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

দেবের সিনেমায় থাকছেন ইধিকা?

The Wall News.Com
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
দেবের সিনেমায় থাকছেন ইধিকা?

বিনোদন ডেস্ক


টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেবের সঙ্গে ইধিকা পালের দ্বিতীয়বারের রোমান্স দর্শক দেখা যেতে পারে ‘প্রজাপতি ২’ সিনেমায়। বাংলার শাকিব খান, কলকাতার সোহম চক্রবর্তীর মতো নায়ক যার বিপরীতে, তার পরিণতি শেষে বিয়োগান্তক?

যদিও এ রকমই কিছু সিনেমায় ঘটবে কিনা, সে বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেতা দেব। পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরীও কোনো কথা বলেননি।

এমনকি মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী ইধিকা পালও। সে খবর একটি গণমাধ্যম সূত্রে পাওয়া গেছে।

লন্ডনে টানা ১৮ দিনের শুটিংয়ের পর একে একে কলকাতায় ফিরছেন ‘প্রজাপতি ২’-র টিমের সদস্যরা। দিন দুই আগে হাসিমুখে কলকাতা বিমানবন্দরে ক্যামেরার সামনে পোজ দেন ‘প্রজাপতি ২’ সিনেমার পরিচালক অভিজিৎ সেন।

কলকাতার ফটোসাংবাদিকদের জানিয়েছেন, টানা এতগুলো দিন সবাই মিলে বিদেশে দুর্দান্ত সময় কাটিয়েছেন। একদিকে মন দিয়ে শুটিং, অন্যদিকে অবসরে লন্ডন ভ্রমণ। সব মিলিয়ে মনে রাখার মতোই সফর।

অভিজিৎ সেন বলেন, সোমবার (২১ জুলাই) কলকাতায় ফিরছেন দেব। তিনি মা-বাবাকে নিয়ে বাড়তি দুই দিন বিদেশে ঘুরছেন। হয়তো কয়েক দিন অবসর নিয়ে ফের ক্যামেরার মুখোমুখি হবেন সবাই।

এদিকে গুঞ্জন উঠেছে—বিদেশের মাটিতে ছোটপর্দার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে রোমান্সের পর কলকাতায় নায়কের সঙ্গী ইধিকা পাল। কিন্তু তিনি নাকি এ সিনেমায় দ্বিতীয় নায়িকা। এখানেই শেষ নয়; চিত্রনাট্যের খাতিরে ইধিকা অভিনীত চরিত্রটি সম্ভবত শেষ পর্যন্ত নাও থাকতে পারে। অর্থাৎ দেবের সঙ্গে তার বিয়োগান্তক পরিণতি। এ খবর টালিপাড়ায় ছড়িয়ে পড়তেই বিস্মিত অনেকেই।