• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট বিভাগে দশ হাজার বৃক্ষরোপণ করবে ফেয়ার ফেইস

The Wall News.Com
প্রকাশিত জুলাই ১১, ২০২৫
সিলেট বিভাগে দশ হাজার বৃক্ষরোপণ করবে ফেয়ার ফেইস

ওয়াল নিউজ ডেস্ক


সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর’র উদ্যোগে সিলেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

চলতি মৌসুমে ‘প্রজেক্ট পরিবেশ বন্ধু সিজন-৪’ এই কর্মসূচির আওতায় সিলেট বিভাগে দশ হাজার চারা লাগানোর লক্ষ্যে ফেয়ার ফেইস তাদের অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচি উদ্বোধন হয় এমসি কলেজ ছাত্রাবাসে ফলজ ও ঔষধী বৃক্ষরোপণের মধ্য দিয়ে।

একইদিন বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও অফিসে চারা লাগানো ও বিতরণ করা হয়।

কর্মসূচিতে ফেয়ার ফেইস’র সভাপতি সভাপতি সাইফুর রহমান মিনহাজ, সাধারণ সম্পাদক আলী আকবর, রিংকু চন্দ্র, কামরুজ্জামান কামরুল, মুস্তাক আহমদ, শাহিনুর ইসলাম, রিমন, মাহিদ,নাঈম, আতাউর, শংকর, রাবিদুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সংগঠনের স্থানী কমিটির সভাপতি এম. শামীম আহমেদ বলেন, সিলেটকে একটি সবুজের ভান্ডার হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিবছরের ন্যায় এবারও পরিবেশ বন্ধু নাম নিয়ে বৃক্ষরোপণ করছি। আমাদের এ কার্যক্রম আগামী বছর আবার শুরু হবে। মুলত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় সম্মিলিত প্রয়াসে নিজ নিজ অর্থায়নে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।