তাওহীদ রহমান
২০২১ সালে কাতারের আমির কাপ দিয়ে যাত্রা শুরু। এরপর? একের পর এক বিশ্বসেরা ইভেন্ট – ফিফা আরব কাপ, ফিফা বিশ্বকাপ ২০২২, এশিয়ান কাপ এমনকি প্রথমবারের মত আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রে FISU গেমস ২০২৩ এ ভলান্টিয়ার হিসেবে অংশগ্রহণ! প্রতিটি পদক্ষেপে শুধু দক্ষতা নয়, বাংলাদেশের তিনি পতাকাকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বমঞ্চে।
বলছি প্রবাসী বাংলাদেশী আবু বক্কর সিদ্দিকের কথা, যিনি স্বেচ্ছাসেবী হিসেবে বিদেশের মাটিতে করছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব। চলতি মাসে জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিতব্য FISU world University games 2025 এ স্বেচ্ছাসেবক হিসেবে আবারো লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।
বৈশ্বিক মঞ্চে সেবা দানের পাশাপাশি ২০২১ সালে তিনি কাতার প্রবাসী কয়েকজন স্বেচ্ছাসেবীদের নিয়ে গড়ে তুলেন বাংলাদেশি ভলান্টিয়ার’স কাতার (BVQ) নামে এক শক্তিশালী স্বেচ্ছাসেবী প্লাটফর্ম। উদ্দেশ্য, স্বেচ্ছাসেবক হিসেবে কাতারসহ বিভিন্ন দেশে স্বেচ্ছাসেবী কাজের তথ্য প্রদান ও পারস্পরিক সহায়তা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা।
বিদেশ বিভূঁইয়ে পেশাগত কাজের বাইরে তরুণদের স্বেচ্ছাসেবায় নিয়োজিত হবার আহবান সিদ্দিকের।
দেশের বাইরে থেকেও বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবী হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উদ্বুদ্ধ করতে সিদ্দিকের এমন স্বপ্নযাত্রা নিঃসন্দেহে ইতিবাচক।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com