
ওয়াল নিউজ ডেস্ক
বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। নিয়মিত মৌলিক গান প্রকাশ করছেন তিনি। পাশাপাশি রয়েছে স্টেজ শো নিয়ে ব্যস্ততা। তবে বর্ষা মৌসুমে স্টেজ শো কম হওয়াতে দম ফেলার ফুরসত পান তিনি। তবুও মাসে দুটি শো থাকেই তার।
সম্প্রতি তিনি কণ্ঠে তুলেছেন রাধারমণের একটি গান। ‘শ্যাম কালিয়া সোনা বন্ধুরে’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন এ শিল্পী।
সালমা জানান, দীর্ঘ চার বছর পর রাধারমণের গান গাইলেন। এ শিল্পী বলেন, ‘এমন মানুষের কোনো গান করতে পারাটা ভাগ্যের ব্যাপার। তিনি বাংলাদেশের বড় বাউল সাধক। তার বাণী অমৃত। তার গান গাওয়ার সাহস দেখানোকেই বড় কিছু মনে করি। কারণ, এ গানের সুর বাংলা ভাষাভাষী মানুষের মন ও মননে মিশে আছে। এবারও গানটি গাইতে গিয়ে দর্শক কীভাবে নেবে, ভাবতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গান গাওয়ার সময় আমাকে লক্ষ রাখতে হয়েছে, যেন গানটির পুরোনো সুর ঠিক থাকে। কোনো কিছুই যেন বাড়তি মনে না হয়। মিউজিক হয়তো কিছুটা মডিফাই করা যায়। গায়কি হয়তো আমার মতো করে করতে পারি; কিন্তু সুরের জায়গায় বেশি সচেতন থাকতে হয়েছে।’
এর আগে এ শিল্পীর ‘মায়া লাগেরে’ শিরোনামের আরও একটি গান প্রকাশ হয়েছে।
এদিকে সালমা জানান, তার আরও নতুন গান আসছে সামনে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিগ্গির মুক্তি পাবে ‘সানাই’ শিরোনামের একটি গান। এ ছাড়া দশটি নতুন গান তৈরি আছে। এগুলো এ মাসেই ধারাবাহিকভাবে প্রকাশ হবে। আশাকরি শ্রোতা-ভক্তদের ভালো লাগবে।’
বর্তমানে পরিবারকেই বেশি সময় দিচ্ছেন সালমা। স্বামী-সন্তানদের নিয়েই দিন কাটছে তার। পাশাপাশি স্টেজ শো ও নতুন গানের রেকর্ডিং নিয়ে রয়েছে ব্যস্ততা।