ওয়াল নিউজ ডেস্ক
ঢালিউড পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার দীর্ঘ আড়াই বছর পর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মুক্তি পেয়েছে।
এর আগে, গত ঈদের রাতে একসঙ্গে নতুন ৮টি এপিসোড প্রচার দিয়ে শুরু হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর যাত্রা। তবে শুরুতে ব্যাচেলর পয়েন্ট দেখতে হয় বঙ্গ অ্যাপে। সেটাও ৪০ টাকা খরচ করে। এবার সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।
সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে পরিচালক কাজল আরিফিন অমি বলেছেন, ইউটিউবে ফ্রিতে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখা যাবে। প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আপনাদের বিনোদন দিতে 'Boom Films' ইউটিউব চ্যানেল নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু। এ নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com