• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আগামীকাল বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

The Wall News.Com
প্রকাশিত জুলাই ৯, ২০২৫
আগামীকাল বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজস্রহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অধিদপ্তরের উপ-পরিচালক মো. তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসটিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৩৯৯ মিলিমিটার। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায়, ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।