
ওয়াল নিউজ ডেস্ক
হাওর রক্ষায় সরকার মহা পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবিরের মিলনায়তনে ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হাওরের জীব বৈচিত্র রক্ষায় সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ কাজে স্থানীয় উপকারভোগীদের সম্পৃক্ত করা হচ্ছে। হাওরে বাঁধ নির্মাণ, বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ, ট্যুরিজম নিয়ন্ত্রণসহ বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘টাঙ্গুয়ার হাওর বিপন্ন তালিকায় উঠে এসেছে। এখানকার প্রায় ডাটা সংগ্রহ করা সম্ভব হয়েছে। এছাড়া ২০১৩ সালে পানি আইন করার পর এ প্রথম ওই আইনের অধীনে কাজ করছি আমরা। মৎস্য, পরিবেশ, পানি সম্পদ ও হাওর কর্তৃপক্ষ, এ চার স্তরের সমন্বয়ে হাওর উন্নয়নে কাজ করা হচ্ছে।’