• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার

The Wall News.Com
প্রকাশিত জুলাই ৮, ২০২৫
সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক


সিলেট জেলায় পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। প্রায় চার ঘন্টা বৈঠকের পর প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে জানান পরিবহণ নেতারা। এর আগে সকালে শুরু হওয়া পণ্য পরিবহণ কর্মবিরতিতে সিলেট জেলায় সাধারণ যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি করে পরিবহণ শ্রমিকরা। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বৃষ্টির দিন হওয়ায় জনভোগান্তি দ্বিগুণ হয়। সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়ার মানুষ গন্তব্যে পৌছাতে পারেনি সময়মতো।

সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৬ দফা দাবিতে আন্দোলন করছেন পরিবহণ মালিক-শ্রমিকরা। তাদের নেতাদের নিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বৈঠকে বসেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। এতে বিএনপি জামায়াতসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধা সাড়ে ছয়টার দিকে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার কথা জানান বৈঠকে থাকা নেতারা।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী জানান, আন্দোলনকারীদের দাবি দাওয়া বিস্তারিত শোনা হয়েছে। প্রধান উপদেষ্টা দপ্তর ও যথাযথ মন্ত্রণালয়ে তাদের দাবি পৌঁছানো হবে। তবে কোনোরকম জনভোগান্তি তৈরি করা থেকে আন্দোলনকারীদের বিরত থাকতে বলা হয়েছে।

পরিবহন মালিক শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আসছিলেন। এই কর্ম বিরতির ফলে রাস্তায় কোন ইঞ্জিন চালিত গণপরিবহন ছিল না। তাই কার্যত সড়ক যোগসযোগ অচল হয়ে পড়ে। তবে দুপুরের পরই স্থগিত হয় এই ধর্মঘট। পরে বিকেল তিনটায় শুরু হওয়া বৈঠকে আলোচনা দীর্ঘ হয়। সন্ধ্যার পর এই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত এলো।