
ওয়াল নিউজ ডেস্ক
উল্টো রথ টানার মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ২৭ জুন ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার দুপুরের পর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও এর আশপাশ এবং সড়কে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন। বেলা ৩টার মধ্যে ওই এলাকা লোকারণ্য হয়ে উঠে। উদ্দেশ্য ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসবে অংশগ্রহণ। উল্টো রথযাত্রা ৩টার দিকে ঢাকেশ্বরী মন্দির থেকে ইসকন আশ্রমের দিকে যাত্রা শুরু করে। এ সময় বড় ৩টি রথ এবং ছোট প্রায় ১০টি রথের যাত্রা শুরু হয়। ট্রাকে ট্রাকে চলছিল ধর্মীয় সঙ্গীত, কীর্তন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকায় এই রথযাত্রার আয়োজন করে।
যাত্রা শুরুর আগে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাতন ধর্মীয় নেতা বিমলা প্রসাদ দাস, জয়ন্ত দেব, অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, ডাক্তার রমা সাহা, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।
উল্টো রথযাত্রা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেনাবাহিনীর সদস্যরাও বিভিন্ন মোড় এবং আশ্রমগুলোতে উপস্থিত ছিলেন।
উল্টো রথযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে পলাশী মোড় হয়ে জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার, জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, জয়কালী মন্দির হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ইসকন আশ্রমে গিয়ে পৌঁছে।
এ বছর ঢাকাসহ সারাদেশে ইসকনের ১২৮টি মন্দির ও আশ্রমে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে বলে ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে। শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।
ইসকনের পক্ষ থেকে জানানো হয়, খুব সুষ্ঠুভাবে এবারের উল্টো রথযাত্রা উৎসব সমাপ্ত হয়েছে। এজন্য তারা দেশবাসী এবং সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।