• ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

গণ সচেনতাই সমাজের বিশৃঙ্খলা নির্মূলের মূল হাতিয়ার : উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় উর্মি রায়

The Wall News.Com
প্রকাশিত জুন ২২, ২০২৫
গণ সচেনতাই সমাজের বিশৃঙ্খলা নির্মূলের মূল হাতিয়ার : উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় উর্মি রায়

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বলেছেন, আইন প্রয়োগ করে অনেক সময় সমাজের সমস্যা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু নির্মূল করা সম্ভব নয়। সর্ব প্রথম গণ সচেনতা প্রয়োজন। তাই, সমাজ থেকে বিশৃঙ্খলা নির্মূল করতে হলে সবার আগে গণ সচেনতার উপর জোর দিতে হবে। গণ সচেনতাই সমাজের বিশৃঙ্খলা নির্মূলের মূল হাতিয়ার। আজ রোববার ২২ জুন উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সভায় অন্যদের মধ্যে অংশ নেন মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র যুগ্ম-সাধারণ সম্পাদক জুমান আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মুন্তাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
ঊর্মি রায় উপস্থিত সবার বক্তব্য শুনেন এবং ঈদ-উল আযহায় আইন-শৃংখলা পরিস্থিতি সন্তুষ্টজনক হওয়ায় প্রশাসনকে ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে প্রত্যেক মিটিংয়ের অগ্রগতির বিষয়ে মিটিংয়ের আগে জানানো হবে বলে জানান। প্রেস বিজ্ঞপ্তি