• ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

টাঙ্গুয়ার পথে নৌবিহারে যাত্রা করলো বিএমজেএ’র এক ঝাঁক সদস্য

The Wall News.Com
প্রকাশিত জুন ১৪, ২০২৫
টাঙ্গুয়ার পথে নৌবিহারে যাত্রা করলো বিএমজেএ’র এক ঝাঁক সদস্য

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত হাওরে ঈদ আনন্দ ভ্রমণের যাত্রাকালে বক্তব্য রাখছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী।


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নৌবিহারে যাত্রা করলো বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির এক ঝাঁক সদস্য।

শনিবার (১৪ মে) দুপুর ১ টায় সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সংবাদকর্মীরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওরে যাত্রা করেণ।

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত হাওরে ঈদ আনন্দ ভ্রমণ উযযাপন কমিটির আহবায়ক ফয়সল আমীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুরুল ইসলামের পরিচালনায় যাত্রার মাহেন্দ্রক্ষণে ভ্রমণকারী সদস্যের শুভ কামনা করে এক আনুষ্ঠানিকতায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেণ সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু ও আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ।

ঈদ আনন্দ নৌবিহারে ভ্রমণ যাত্রা লগ্নে এ নৌবিহারে পৃষ্টপোষকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন এ এইচ আরিফ।

নৌবিহার ভ্রমণের যাত্রাকালে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ্ মো. কয়েস আহমদ, বেলায়েত হোসেন, শাহীন আহমদ, এম আর টুনু তালুকদার, রত্না আহমদ তামান্না, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, তৌফিকুর রহমান হাবিব, মাছুম আহমদ চৌধুরী, সদস্য জাবেদ এমরান, বাবর জোয়ারদার, রুবেল আহমদ, রেজওয়ান আহমদ, সবুজ আহমদ, মোশারফ হোসেন খাঁন, আকমল হোসেন সুমন, জাহিদ উদ্দিন, সুহেল আহমদ, ফুল মিয়া, রাধে মল্লিক তপন, মাজিদ চৌধুরী, মো. ঈসা তালুকদার, কৃতিশ তালুকদার, হারুনুর রশিদ, ফাহিদ আহমদ প্রমুখ।

নৌ যাত্রা সফল করতে যারা সহযোগীতা করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেণ।

প্রেস বিজ্ঞপ্তি