• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

টানা ভারি বর্ষণ না হলে পুরোপুরি তাপপ্রবাহ কমবে না

The Wall News.Com
প্রকাশিত জুন ১৩, ২০২৫
টানা ভারি বর্ষণ না হলে পুরোপুরি তাপপ্রবাহ কমবে না

ওয়াল নিউজ ডেস্ক


সারা দেশে গত ৭ জুন থেকেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার এ তাপপ্রবাহের আওতা আরও বেড়েছে; ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ তাপপ্রবাহ আগামীকাল দেশের কিছু অঞ্চলে প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেছেন, টানা ভারি বর্ষণ না হলে পুরোপুরি তাপপ্রবাহ কমবে না। চলমান তাপপ্রবাহ আগামী ১৬ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর আগে তাপপ্রবাহের আওতা কমতেও পারে আবার বাড়তেও পারে।

তিনি আরও জানান, ১৬ তারিখ থেকে দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা কমে গরম কমতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ডিমলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।