• ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

The Wall News.Com
প্রকাশিত জুন ৩, ২০২৫
সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক


সিলেট অঞ্চলের তিন জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা-পদ্মার পানিও বাড়ছে।

মঙ্গলবার (৩ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, সিলেট জেলার সুরমা, কুশিয়ারা ও মৌলভীবাজার জেলার মনু নদীর পানি সমতল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল আগামী ৪৮ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

এছাড়া সারি গোয়াইন, যাদুকাটা নদীর পানির সমতলও বৃদ্ধি পেতে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে। মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার মনু, খোয়াই, সোমেশ্বরী, ধলাই নদীর পানির সমতল হ্রাস পেতে পারে। এই সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে যা, আগামী ২ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে। তবে পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।