• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

The Wall News.Com
প্রকাশিত মে ২২, ২০২৫
বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ স্কাউট সিলেট জেলার উদ্যোগে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

তিনি তার বক্তব্যে বলেন, স্কাউট আন্দোলন একটি গতিশীল, বিশ্বব্যাপী শতবর্ষী প্রাচীন আন্দোলন। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ ও সামাজিক বিশৃঙ্খলা থেকে রক্ষার জন্য এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সফলতা লাভ করা যায়। এই আন্দোলন আরো গতিশীল করার জন্য মাল্টিপারপাস ওয়ার্কশপ আয়োজন করা হয়ে থাকে।

তিনি পরিবর্তিত সময়ে আরো গঠনমূলক ও সময়োপযোগী কার্যক্রম বাস্তবায়নের আহবান জানান।

বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউট লিডার মোহাম্মদ আক্তার হোসেন এএলটি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ারুজ্জামান, জেলা স্কাউট কমিশনার জেসমীন বেগম এএলটি, আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) ডা. মো. সিরাজুল ইসলাম এলটি, জেলা সহকারী কমিশনার মোহাম্মদ জাহেদুল আম্বিয়া কার্জন, ওসমানী নগর উপজেলা কমিশনার মো. শামসুল আলম, সদর উপজেলা সম্পাদক মো. খলিলুর রহমান।

ওয়ার্কশপে সিলেট জেলার ১৩ টি উপজেলার সম্পাদকবৃন্দ ২০২৪-২০২৫ অর্থ বছরের বাস্তবায়িত কার্যক্রম এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের পরিকল্পনা উপস্থাপন করেন যা পর্যালোচনা শেষে চূড়ান্ত করা হয়।