ওয়াল নিউজ ডেস্ক
চলতি বছরের শুরুতে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ঘোষণা করা এক প্রার্থীকে বদলের সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় মাওলানা হাবিবুর রহমানকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে এ আসনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছিল।
দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ জননেতা মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।’
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com