ওয়াল নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় একাধিক সিনেমা। এবার সেই তালিকায় যুক্ত হলো অভিনেতা নিরব হোসেনের শিরোনাম নামের আরও একটি সিনেমা। বুধবার সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেন পরিচালক অনিক বিশ্বাস।
চিত্রনায়ক নিরব বলেন, ‘নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানানো হবে শিরোনামের টিম থেকে।'
নির্মাতা অনিক বিশ্বাস জানান, ঈদেই মুক্তি পাচ্ছে ‘শিরোনাম’ এবং সে অনুযায়ী দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। দুই-এক দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে।
তবে গল্পের বিষয়ে মুখ খুলতে রাজি হননি পরিচালক। শুধু বলেন, ‘এটা আমাদের গল্প। দর্শক যেমন গল্প দেখতে চায়, তেমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে শিরোনাম।
নিরব ছাড়াও সিনেমাটিতে জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করেছেন বলে জানিয়েছেন পরিচালক। যদিও এখনই বিস্তারিত প্রকাশ করতে চাননি।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। বিশেষ আকর্ষণ হিসেবে দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com