• ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

হযরত শাহজালাল (রহ.) এঁর ৭০৬ তম ওরস শুরু

The Wall News.Com
প্রকাশিত মে ১৮, ২০২৫
হযরত শাহজালাল (রহ.) এঁর ৭০৬ তম ওরস শুরু

নিজস্ব প্রতিবেদক


সিলেট হযরত শাহজালাল (রহঃ)-এর ৭০৬ তম ওরস মোবারক শুরু হয়েছে। রোববার (১৮ মে) ওরসের দিন রেওয়াজ অনুযায়ী সকাল থেকে শুরু হয়েছে মাজারে গিলাফ চড়ানো; চলে বিকেল পর্যন্ত।

রস উপলক্ষে ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে শাহজালাল (রহঃ) এর মাজার প্রাঙ্গণ। পরদিন সোমবার (১৯ মে) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।

এই ওরসকে ঘিরে শাহজালালের দরগাহ এলাকায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দু’দিনব্যাপী ওরসের মধ্যে থাকছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে এসেছেন লাখ লাখ ভক্তরা।

ওরস শুরু হওয়ার দুদিন আগে থেকেই হোটেল-মোটেল গুলোতে ভিড় জমান হযরত শাহজালাল (রহঃ) এর ভক্ত-আশেকানরা।

এদিকে, শান্তিপূর্ণভাবে ওরস পরিচালনা করতে দক্ষিণ সুরমার সহকারী পুলিশ কমিশনার আব্দুল বাতেন খান জানান, প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে আয়োজকদের সহযোগিতা করতে আমরা কাজ করছি। পাশাপাশি সাদা পোশাকেও থাকছে পুলিশ, রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তত রয়েছেন বলেও জানান তিনি।