
ওয়াল নিউজ ডেস্ক
সিলেটে পাইকারি বাজারে সবজি ও ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম প্রতিকেজিতে ৫-১০ টাকা কমেছে। একই সঙ্গে কমেছে ব্রয়লারের দামও। কিন্তু পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে প্রতিকেজিতে ৫-১০ টাকা।
বুধবার (১৪ মে) সকালে ও মঙ্গলবার রাতে সিলেটের বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট এলাকায় ঘুরে বাজারের এসব তথ্য পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লারের দাম ছিল ১৭০-১৭৫ টাকা। তবে পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও খুচরা বাজারে দাম এখনও প্রায় অপরিবর্তিত রয়েছে।
পাইকারিতে কমেছে সবজির দাম, অপরিবর্তিত খুচরা বাজার
সিলেটে পাইকারি সবজির বাজারের সবচেয়ে বড় আড়ত সোবহানীঘাট কাঁচা বাজার। এই বাজারে প্রতিদিন ভোর থেকে চলে সবজি কেনা-বেচার কর্মযজ্ঞ। দুপুরের আগেই শেষ হয়ে যায় বাজারের কার্যক্রম। এর বাইরে রাত ৮টার পর থেকে নগরীতে প্রায় পাইকারি দরে সবজি বিক্রি করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার পরে বন্দবাজার এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ঢেঁড়শ ২০-৩০ টাকা, বরবটি-৩০-৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, পটল ২০-৩০ টাকা, মুলা ৩০-৪০ টাকা, কাচা মরিচ ৭০-৮০ টাকা, করোলা ৫০-৬০ টাকা, কাকরুল ৪০-৫০ টাকা ও ধনেপাতা-১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। খুচরা বাজারে প্রতিহালি মোরগের ডিমের দাম ৪৪ টাকা ও হাঁসের ডিম ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতিহলি মোরগের ডিম ৪২ ও হাঁসের ডিম ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে, বুধবার সকালে আম্বরখানা ও মদিনা মার্কেট এলাকাঘুরে দেখা গেছে, প্রতিকেজি ঢেঁড়শ ৪০-৫০ টাকা, বরবটি-৪০-৫০ টাকা, ঝিঙা ৫০-৬০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, পটল ৩৫-৪০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, কাচা মরিচ ১০০-১২০ টাকা, করোলা ৫০-৬০ টাকা, কাকরুল ৬০ টাকা ও ধনেপাতা-১২০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মঙ্গলবার রাতে বন্দরবাজার এলাকায় সবজি কিনতে আসা আতিকুল হাসান বলেন, রাতের বেলা এই বাজারে প্রায় পাইকারি দামে সবজি বিক্রি হয়। এজন্য রাতের বেলা এখান থেকে সবজি কিনি। খুচরা বাজারে দাম অনেক বেশি।
বাজারের সবজি বিক্রেতা আব্দুল আউয়াল বলেন, যেদিন সবজির সরবরাহ বেশি থাকে, সেদিন দাম কম থাকে। যেদিন কম সরবরাহ সেদিন দাম চড়া হয়। তবে এখন দাম বাড়ছে না। প্রতিদিনই কিছুটা কমছে। আবার বৃষ্টি দিলে দাম বেড়ে যেতে পারে।
কমেছে ব্রয়লারের দাম, অপরিবর্তিত সোনালি মোরগ
গত এক সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে ব্রয়লারের দাম। গত সপ্তাহে প্রতিকেজি ব্রয়লার ১৭০-১৭৫ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে দাম কমে ১৫৫-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ১৫-২০ টাকা।
তবে সোনালি মোরগের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ২৮০ টাকা সোনালি মোরগ বিক্রি হচ্ছে।
মাদিনা মার্কেট এলাকার মোরগের ব্যবসায়ী সজিবুল ইসলাম বলেন, ব্রয়লারে দাম অনেকটা কমেছে। প্রায় ১৫-২০ টাকা কমেছে প্রতিকেজিতে। তবে সোনালি মোরগের দাম অপরিবর্তিত রয়েছে।