মৃণাল সাহা
সারা দিনের কাজ শেষে বাড়ি ফিরে প্রশান্তি মেলে নিজের ঘরে, নিজের বিছানায়। তাই শোবার ঘর পরিষ্কার রাখা জরুরি। আবার এটাও ঠিক যে প্রতিদিন শোবার ঘর গোছগাছ রাখা কঠিন। বিশেষ করে ব্যাচেলরদের কাছে বা যাঁরা একা থাকেন, তাঁদের বেলায় এটা বিশেষভাবে প্রযোজ্য। তবে কিছু নিয়ম মানলে শোবার ঘর পরিপাটি থাকবে প্রতিদিন। জেনে রাখুন সেসবই।
অহেতুক জিনিস কমান
সকালবেলা ঘুম থেকে উঠেই রোজ রোজ বিছানা গোছগাছ করা বিরক্তিকর অনেকের কাছেই। তবুও পরিষ্কার না রেখে উপায় কী! এ কষ্ট অনেকটা কমানো সম্ভব, যদি বিছানায় অহেতুক জিনিস কম থাকে। প্রয়োজনের অতিরিক্ত বালিশ কিংবা চাদর সরিয়ে ফেলুন। শীতকাল শেষ হলে কম্বল বা কমফোর্টার তুলে রাখুন। বিছানায় অতিরিক্ত জিনিসপত্র কম মানে পরিষ্কার করাও সহজ।
অভ্যাস বানিয়ে ফেলুন
সকালে ঘুম থেকে উঠে সবাই ছোটেন ওয়াশরুমে, ফ্রেশ হতে। সকালের রুটিনের সঙ্গে জড়িয়ে যায় সকালের কাজগুলো। বিছানা গোছানোও অভ্যাস করে ফেলুন। সকালে ফ্রেশ হয়ে এসেই বিছানা গুছিয়ে ফেলুন। চাদর টেনে সমান করুন, বালিশগুলো গুছিয়ে রাখুন, চাদর ভাঁজ করুন। ব্যাস হয়ে গেল বিছানা গোছানো। প্রতিদিন ফ্রেশ হওয়ার পর কাজগুলো করলে গোছগাছ অভ্যাসে পরিণত হবে। একবার অভ্যাসে পরিণত হলে কাজটাকে আর বিরক্তিকর মনে হবে না।
এক দিন রাখুন পরিষ্কার করার জন্য
প্রতিদিন নিজের বিছানা গুছিয়ে রাখা খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু প্রতিদিন পুরো ঘর পরিষ্কার করা সম্ভব নয়। কাজের চাপ ও ক্লান্তি ঠেলে ঘর পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। যে কারণে নির্দিষ্ট একটি দিন ঠিক করুন। সেটি হতে পারে সপ্তাহে এক দিন অথবা মাসে দুই দিন। এক দিন পুরো ঘর ভালোভাবে পরিষ্কার করুন। এতে ঘরে ময়লার পাহাড় জমবে না।
কাপড়ের স্তূপ নয়
শোবার ঘর বেশি অগোছালো হয় অপরিষ্কার কাপড়ের জন্য। বাসায় ওয়াশিং মেশিন না থাকলে অনেকে কাপড় জমিয়ে রাখেন এক দিনে সব পরিষ্কার করার জন্য। ঘরের চেয়ার কিংবা বিছানায় কাপড়ের স্তূপ জমে যায় অনেকের। এভাবে কাপড় এক জায়গায় স্তূপ করবেন না; বরং হ্যাঙ্গার কিনে কাপড়গুলো ঝুলিয়ে রাখুন। এতে চেয়ার ও বিছানা যেমন থাকবে পরিষ্কার, ঘরেও আলাদা করে কাপড়ের স্তূপ জমবে না। ঝুড়ি কিংবা লন্ড্রি ব্যাগও ব্যবহার করতে পারেন।
জরুরি কাগজপত্র ফেলে রাখবেন না
অনেকেই জরুরি কাগজপত্র, ওষুধ হাতের কাছে রাখার জন্য শোবার ঘর ব্যবহার করেন। চেষ্টা করুন বিছানার পাশে ছোট্ট একটা টেবিল অথবা ড্রয়ারে সেসব রাখার। এতে জিনিসপত্রগুলো যেমন সহজে পাওয়া যাবে, তেমনই ঘর থাকবে পরিষ্কার। হুট করে প্রয়োজন হলে এদিক–সেদিক খোঁজাখুঁজি করতে হবে না।
সূত্র: রিয়্যাল সিম্পল
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com