• ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আখাউড়া হয়ে ভারতে গেলেন সন্তু লারমা

The Wall News.Com
প্রকাশিত মে ৩, ২০২৫
আখাউড়া হয়ে ভারতে গেলেন সন্তু লারমা

ওয়াল নিউজ ডেস্ক


স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভারতে গেলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

শনিবার (৩ মে) দুপুর ২টার দিকে আখাউড়া স্থলবন্দর হয়ে তিনি ভারতে প্রবেশ করেন।

এ সময় পাহাড়ের পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মন্তব্য না করে সাংবাদিকদেরকে রাঙামাটি ঘুরে আসার আমন্ত্রণ জানান সন্তু লারমা। তিনি পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।

একটি চিঠি সূত্রে জানা যায়, প্রথমবারের মতো এ পথে ভারত যাচ্ছেন সন্তু লারমা। সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মাতৃ-পিতৃ তর্পন ও ধর্মীয় আচারাদি সম্পাদন অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে এ পথেই তিনি বাংলাদেশে ফিরবেন। তবে ঠিক কবে দেশে ফিরছেন এ বিষয়টি নিশ্চিত করতে পারেননি তার ব্যক্তিগত সহকারী শ্যামল লারমা।